নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ এখন ঢাকায়। গতকাল তিনি বাংলাদেশে এসেছেন। তার কোচিংয়েই ১৯৯৭ সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। লাল-সবুজের ক্রিকেটে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ সরকার গর্ডন গ্রিনিজকে সম্মাননা নাগরিকত্ব দিয়েছে।
গর্ডন এবার বাংলাদেশে এসেছেন বিশেষ এক কাজে। সাবেক জাতীয় ক্রিকেটার ইউসুফ রহমান বাবুর ক্রিকেট বিষয়ক প্রন্থের উন্মোচন করবেন তিনি। ইউসুফ বাবু গর্ডনের এই সফর সম্পর্কে বলেন, ‘গর্ডন আমার গ্রন্থ উন্মোচনে উপস্থিত থাকবেন। ঢাকায় আশা করি ভালো সময় কাটবে তার।’ জানা গেছে, ইউসুফ বাবুর গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে গর্ডনের সঙ্গে আরও থাকবেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা।
ইউসুফ রহমান বাবু বাংলাদেশ ক্রিকেটের এক মহা তারকা। তার ব্যাটেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি এসেছিল। তিনি দীর্ঘকাল ধরে আমেরিকায় প্রবাস জীবনযাপন করছেন।
ঢাকা বিশ্বববিদ্যালয়ের সম্মানসূচক ব্লু পাওয়া ইউসুফ বাবু ২০০১ সালে তার প্রথম গ্রন্থ ‘সেন্টিমেন্টাল জার্নি’ প্রকাশ করেন। তার নতুন বইয়ের নাম ‘আই অন দ্য বল’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।