Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ হাজার কেজির কেক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

কেক খেতে ভালোবাসে না এমন লোক পৃথিবীতে খুঁজে পাওয়া ভার। আর যদি হয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানো তাহলে তো কথাই নেই। গিনেসের সাথে নাম জুড়লে তার স্বাদ যে কয়েক গুন বেড়ে যাবে তা বলাই বাহুল্য।
গ্রীসের ২০০ জন বেকারিকর্মী ঐতিহ্যবাহী নববর্ষের কেক আইসোলপেটা তৈরি করেছেন, যার ওজন ছিল ৫ হাজার কেজি। আইসোলপেটা নতুন বছরের প্রাক্কালে বেশ কয়েকটি বেকারী যৌথভাবে প্রস্তুত করে। কেকটি এথেন্সের একটি অঞ্চল পেরিস্টারিতে তৈরি করা হয়। ৫ হাজার কেজি ওজনের কেকে ছিল ৩৯৯০ কেজি ময়দা, ১৯৯৬ কেজি মাখন, ৯৯৮ কেজি চিনি, ২ হাজার ডিম এবং ১৫০০ কানো।
আয়োজকরা জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম ওসিপেটা কেক হিসেবে স্বীকৃতি পেতে কেকটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো হয়েছে। কেকটি ৫০ হাজার টুকরা করে উপস্থিত জনগণের মধ্যে বিতরণ করা হয়। সূত্র : দ্য গ্রিক হেরার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ