Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেফারিদের নির্বাচন

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী ২৮ জানুয়ারি। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সাবেক ফুটবল রেফারি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এই কমিশনের প্রধান এবং বাকি দুই সদস্য হলেন মনির হোসেন ও হাশেম শিকদার। এই নির্বাচনে একজন সিনিয়র সহ-সভাপতি, দুইজন সহ-সভাপতি, একজন সাধারণ সম্পাদক, দুইজন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ এবং ৯ জন কেন্দ্রিয় ও ৮ বিভাগীয় সদস্য নির্বাচিত হবেন। ১৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। পরদিন মনোনয়নপত্র কেনার দিনক্ষণ। বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের এবারের নির্বাচনে তিন শতাধিক ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ