Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী ফুটবলের ব্যস্ততা বাড়ছে

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

ঘরোয়া আসর শেষ। এবার আন্তর্জাতিক আসরে ব্যস্ততা বাড়ছে বাংলাদেশের নারী ফুটবলারদের। আগামী ২ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের খেলা। এ টুর্নামেন্টে খেলবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে হবে ফাইনাল ম্যাচ। সে লক্ষ্যে আগামীকাল থেকে শিষ্যদের নিয়ে পুরোদমে অনুশীলনে নেমে পড়বেন বাংলাদেশ জাতীয় নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। জানা গেছে, এদিন থেকে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ এবং সিনিয়রদের আলাদা আলাদাভাবে অনুশীলন চলবে। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে সাবিনাদের আন্তর্জাতিক ম্যাচ খেলানোর চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ বছর জাতীয় নারী ফুটবল দলের অলিম্পক বাছাইও রয়েছে। এপ্রিল কিংবা মে মাসে হবে এ বাছাই প্রতিযোগিতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ