Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় অবৈধ মার্কিন সেনারা তেল ও গম চুরি করে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ৮:৪৩ পিএম

সিরিয়ার বার্তা সংস্থার খবর অনুযায়ী দেশটিতে অবৈধ মার্কিন বাহিনী স্থানীয় তেল ও গম চুরি করছে।

খবরে বলা হয়, গতকাল (বুধবার) মার্কিন বাহিনী ৩৬টি ট্যাংক ট্রাক দিয়ে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে তেল চুরি করে। পরে মাহমুদি ক্রসিং পয়েন্ট দিয়ে উত্তর ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে তা পাঠানো হয়। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাঁজোয়া গাড়ি ২৪টি ট্রাক ও তেল ট্যাংক পাহারা দিয়ে সিরিয়া থেকে চুরি করা গম ও তেল ওয়ালিদ ক্রসিং পয়েন্ট দিয়ে অবৈধভাবে পরিবহন করেছে।

জানা গেছে, বর্তমানে সিরিয়ায় অবৈধ মার্কিন বাহিনী ও এর সমর্থিত বিদ্রোহী গ্রুপগুলো উত্তর-পূর্ব সিরিয়ার বিশাল ভূমি দখল করে রেখেছে।

তারা সিরিয়ার প্রধান তেলক্ষেত্র নিয়ন্ত্রণ করছে এবং তেল ও খাদ্য চোরাচালান করছে। ফলে সিরিয়ায় গুরুতর জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং সিরিয়ায় মানবিক বিপর্যয় বেড়ে গেছে। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ