Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বায়ুবিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে যুক্তরাজ্য

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

বায়ুবিদ্যুৎ উৎপাদনে নতুন এক রেকর্ড গড়েছে যুক্তরাজ্য। ২০২২ সালের শেষ দিকে অফশোর ও অনশোর অঞ্চলের টারবাইন দেশটিকে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন বাড়াতে সহায়তা করেছে। গ্রেট ব্রিটেনের জাতীয় বিদ্যুৎ গ্রিড নিয়ন্ত্রণকারী সংস্থা ইলেকট্রিসিটি সিস্টেম অপারেটর (ইএসও) জানিয়েছে, গত বছরের ৩০ ডিসেম্বর টারবাইন থেকে ২০ দশমিক ৯১ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বায়ুবিদ্যুৎ উৎপাদনে যা একটি নতুন রেকর্ড গড়েছে। এর মধ্য দিয়ে ২০২২ সালে তৃতীয়বারের মতো ব্রিটেনের বায়ু টারবাইনের বহরে নতুন রেকর্ড যোগ হয়েছে। এর আগে এ খাত থেকে সর্বোচ্চ উৎপাদন রেকর্ড ছিল ১৯ দশমিক ৯ গিগাওয়াট। ইএসওর তথ্যমতে, কার্বন নিঃসরণমুক্ত উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনেও নতুন রেকর্ড গড়েছে যুক্তরাজ্য। মোট গ্রিডের ৮৭ দশমিক ২ শতাংশ বিদ্যুৎ আসে নবায়নযোগ্য ও পারমাণবিক উৎস থেকে। এ উৎসগুলো কয়েক বছর ধরে ৫৫-৫৯ শতাংশ বিদ্যুৎ সরবরাহে অবদান রাখছে। এর আগে ঠা-া আবহাওয়ায় বাতাসের গতিবেগ কমে যাওয়ায় বায়ুবিদ্যুৎ উৎপাদন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছিল। তখন নর্থ ইয়র্কশায়ারের ড্র্যাক্সে জরুরি কয়লাচালিত পাওয়ার ইউনিটগুলোকে স্ট্যান্ডবাই রাখা হয়েছিল। বায়ুবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পদক্ষেপ ব্রিটেনের জিরো কার্বনের দিকে অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক চলতি বছরের মার্চে উপকূলীয় অঞ্চলে বায়ুবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেবেন বলে আশা করা যাচ্ছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ