Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উচ্চ-মূল্যের জাহাজ নির্মাণে শীর্ষস্থানে দক্ষিণ কোরিয়া

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

বিদায়ী বছরটি ভালোই ছিল দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাতাদের। ২০২২ সালে চার বছরের মধ্যে সর্বোচ্চ ক্রয়াদেশ পেয়েছে তারা। এছাড়া উচ্চ-মূল্যের ও পরিবেশবান্ধব জাহাজ বিক্রিতে শীর্ষস্থান দক্ষিণ কোরিয়ার। বৃহস্পতিবার দেশটির বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। ক্লার্কসন রিসার্চ সার্ভিসেসের বরাতে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় জানায়, অর্থমূল্যে দক্ষিণ কোরিয়া গত বছর মোট ৪ হাজার ৫৩০ কোটি ডলারের ক্রয়াদেশ পেয়েছে। যা সব ধরণের জাহাজের বৈশ্বিক ক্রয়াদেশের ৩৭ শতাংশ। অবশ্য ৪৯ শতাংশ ক্রয়াদেশ প্রাপ্তির মাধ্যমে দক্ষিণ কোরিয়ার থেকে এগিয়ে ছিল চীন। তবে উচ্চ-মূল্যের জাহাজের ক্রয়াদেশ প্রাপ্তিতে একচ্ছত্র আধিপত্য দক্ষিণ কোরিয়ার। গত বছর এ সেগমেন্টের ক্রয়াদেশে তাদের হিস্যা ৫৮ শতাংশ। জাহাজের সংখ্যায়, বিক্রি হওয়া ২৭০ উচ্চ-মূল্যের জাহাজের মধ্যে ১৪৯টি দক্ষিণ কোরিয়ার। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজিচালিত জাহাজের ৭০ শতাংশ ক্রয়াদেশ পেয়েছে দেশটির জাহাজ নির্মাতারা। এছাড়া পরিবেশবান্ধব জাহাজের ৫০ শতাংশ বাজার হিস্যা দক্ষিণ কোরিয়ার। এক বিবৃতিতে তারা জানিয়েছে, উচ্চ-মূল্যের এবং পরিবেশবান্ধব জাহাজ নির্মাণের ক্ষেত্রে দেশটি এখন বিশ্বের এক নম্বরে রয়েছে। জাহাজ নির্মাণ খাতকে সহায়তায় চলতি বছর ১৩ হাজার কোটি ওন বা ১০ কোটি ২৪ লাখ ডলার বরাদ্দ করতে যাচ্ছে সরকার। ইয়োনহাপ এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ