মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রেকর্ড উচ্চতায় পৌঁছেছে জার্মানির মূল্যস্ফীতি। ২০২২ সালে দেশটিতে ভোক্তা মূল্য সূচক ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। চলতি সপ্তাহে ইউরোপের বৃহত্তম অর্থনীতির পরিসংখ্যান সংস্থা এ তথ্য জানিয়েছে। ফেডারেল স্ট্যাটিসটিক্যাল অফিস জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই জার্মানিতে জ্বালানি ও খাদ্যের দাম বাড়ছে। ২০২২ সালে মূল্যস্ফীতি ৭ দশমিক ৯ শতাংশে উন্নীত হয়েছে। সর্বশেষ ১৯৫১ সালে দেশটির বছরওয়ারি মূল্যস্ফীতি এ পর্যায়ের কাছাকাছি উন্নীত হয়েছিল। সে সময় যুদ্ধপরবর্তী অর্থনীতিতে এটি ৭ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছিল। ২০২১ সালেও বার্ষিক মূল্যস্ফীতি ৩ দশমিক ১ শতাংশে ছিল। প্রাথমিক তথ্যে দেখা গেছে, ডিসেম্বরে মূল্যস্ফীতি কিছুটা মন্থর হয়েছে। গত মাসে এটি এক বছর আগের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ বেড়েছিল। এ সময়ে বিদ্যুৎ ও গ্যাস বিল কমাতে সরকারের দেয়া প্রণোদনা কার্যকর হয়েছিল। এর আগে অক্টোবরে মূল্যস্ফীতি রেকর্ড ১০ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছিল। এর পরে তা নভেম্বরে ১০ শতাংশে নেমে আসে। ক্রমবর্ধমান দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। গত কয়েক মাসে মূল্যস্ফীতির প্রভাব কমাতে অনেক জার্মান শ্রমিক ইউনিয়ন গড়ের চেয়ে বেশি হারে বেতন বাড়ানোর দাবি জানিয়েছে। এছাড়া ইউরোপের বৃহত্তম অর্থনীতিতে বেকারত্ব কিছুটা বেড়েছে। ডিসেম্বরে বেকারের সংখ্যা ২৪ লাখ ৫০ হাজারে উন্নীত হয়েছে। এ সংখ্যা মোট কর্মশক্তির ৫ দশমিক ৪ শতাংশ। গত মাসের বেকারত্ব নভেম্বরের তুলনায় দশমিক ১ শতাংশ পয়েন্ট বেশি ছিল। যদিও অস্থায়ী চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বছর শেষে এ ধরনের বৃদ্ধি অস্বাভাবিক নয়। ২০২২ সালের পুরো বছরে গড় বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ২০ হাজারে। এ সংখ্যা ২০২১ সালের তুলনায় প্রায় দুই লাখ কম। ডিডব্লিউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।