Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ায় নিহত ১০

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি নদীতে বুধবার নৌযান ডুবিতে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শতাধিক নারী ও শিশুকে বহন করা নৌযানটির এক পাশ ভেঙে গেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবরে বলা হয়, একটি খামার থেকে কাজ করে ফিরে আসা যাত্রীদের বহন করা নৌযানটি কোকো-বেসি জেলার সোমেনাজি গ্রাম অভিমুখে যাওয়ার সময় রিভার নাইজারে তা দ্বিখ-িত হয়ে ডুবে যায়। এ জেলার রাজনৈতিক প্রশাসক ইয়াহায়া বেলো কোকো জানান, নৌযানটিতে করে ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন করা হচ্ছিল। কোকো জানান, আমরা স্থানীয় ডুবুরিদের সহায়তায় ১০ জনের লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় এখনো আরো ১০ নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অনুসন্ধান তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, এ নৌযান ডুবির ঘটনায় ৮০ জনেরও বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার ব্যাপারে মন্তব্য করার জন্য তাৎক্ষণিকভাবে ফেডারেল কর্মকর্তাদের পাওয়া যায়নি। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ