Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত গোলের রোমাঞ্চে শেষ হাসি বার্সার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ৫:৩২ এএম
 
 
স্প্যানিশ কাপ কোপা দেল রেতে গতকাল বার্সালোনা-ইন্টারসিটি ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক মুহূর্তে এক দল এগিয়ে গেলে,পরের মুহূর্তে দারুণভাবে ম্যাচে ফিরে অন্য দল।তবে এদিন সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি হাসে জাভি হার্নান্দেজের শিষ্যরাই।ইন্টারসিটিকে ৪-৩ গোলের ব্যবধানে হারায় তারা।
 
পুরো ম্যাচেই বল দখলে অনেক এগিয়ে ছিল দেম্বেলে-কেসিরা। ম্যাচের চার মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। রোনাল্ড আরাউজোর গোলে লিড নিয়ে বিরতিতে যায় তারা।
 
তবে নাটকীয়তার শুরুটা হয় বিরতির পর থেকে।৫৯ মিনিটে  ইন্টারসিটি মিডফিল্ডার ওরিওল সোলডেভিলারের গোলে ম্যাচে সমতা ফেরে।তার সাত মিনিট পর আবারো লিড নেয় বার্সেলোনা। এবারের স্কোরশিটে নাম লেখান উসমান দেম্বেলে। তবে এবার সমতায় ফিরতে বেশি দেরি করেনি স্বাগতিকরা। ৭৪ মিনিটে ওরিওল সোলডেভিলার দ্বিতীয় গোলে আবারো ম্যাচে সমতা আনেন।
 
৭৭ মিনিটে ম্যাচে তৃতীয় বারের মতো লিড নেয় বার্সেলোনা। এবারো ইন্টারসিটির ত্রাণকর্তা হয়ে হাজির হন সোলডেভিলার।ম্যাচের ৮৬তম মিনিটে দারুণ এক গোলে নিজের হ্যাট্রিক পূরনের পাশাপাশি স্কোরলাইন ৩-৩ করেন এই মিডফিল্ডার।
 
এক লেগের ম্যাচ হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। অতিরিক্ত সময়ের প্রথম হাফ শেষ হওয়ার দুই মিনিট আগে বদলি হিসেবে নামা ফাতির গোলে ম্যাচের আরও একাবার এগিয়ে যায় জাভি হার্নান্দজের দল। তবে এবার সমতায় ফিরতে পারেনি ইন্টারসিটি। যার ফলে ৪-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে স্পেনের তৃতীয় বিভাগের দলটি। এই জয়ে লিগের শেষ  ষোলো নিশ্চিত করলো স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সা।
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ