Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটবল রেফারিজের নির্বাচনী তফসিল

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনেও এবার লেগেছে নির্বাচনী হাওয়া। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে গত পরশু খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সাবেক ফুটবল রেফারি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। বাকি দুই সদস্য হলেন মনির হোসেন ও হাশেম শিকদার। ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সংগঠনের কার্যালয়ে। একজন সিনিয়র সহ-সভাপতি, দুইজন সহ-সভাপতি, একজন সাধারণ সম্পাদক, দুইজন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ এবং নয়জন কেন্দ্রিয় ও আটজন বিভাগীয় সদস্য নির্বাচিত হবেন সদস্যদের ভোটের মাধ্যমে। ১৫ জানুয়ারি মনোনয়নপত্র কেনার সময়। এবারের নির্বাচনে তিন শতাধিক ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ