Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৫০০ বছরের পুরনো কফিন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

লুট হওয়া আড়াই হাজার বছরের পুরনো একটি কফিন ফিরে পেয়েছে মিসর। মঙ্গলবার ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কফিনটি যুক্তরাষ্ট্রের কাছে ছিল। তারাই মিসরকে এটি ফিরিয়ে দিয়েছে। কায়রোর এক অনুষ্ঠানে মার্কিন কূটনীতিকরা আনুষ্ঠানিকভাবে কফিনটি হস্তান্তর করেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরি এবং পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী আহমেদ ইসা। কয়েক বছর আগে কায়রোর একটি প্রত্নতাত্ত্বিক স্থান থেকে খোয়া যায় কফিনটি। ২০০৮ সালে জার্মানিসহ কয়েকটি দেশ ঘুরে কফিনটি যুক্তরাষ্ট্রে পৌঁছায়। একজন সংগ্রাহক ২০১৩ সালে এটি হিউস্টন মিউজিয়াম অব ন্যাচারাল সায়েন্সকে ধার দেন। এতদিন কফিনটি সেখানেই প্রদর্শিত হচ্ছিল। মিসর সরকারের অনুরোধে সম্প্রতি মার্কিন কর্তৃপক্ষ এক তদন্তে নিশ্চিত হয় যে, কফিনটি অবৈধভাবে পাচার হয়েছে। পরে তারা এটি ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। শুধু যুক্তরাষ্ট্রই মিসরকে তাদের প্রত্নবস্তু ফিরিয়ে দিচ্ছে এমন নয়। গত কয়েক বছর ধরেই খোয়া যাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন ফিরিয়ে নেয়ার তৎপরতা শুরু করেছে মিসর। ২০২১ সালে ইসরাইলও তাদের ৯৫টি প্রত্নবস্তু ফিরিয়ে দেয়। ইয়াহু নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ