Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তরের সঙ্গে সামরিক চুক্তি বাতিলের হুঁশিয়ারি দক্ষিণের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

উত্তর কোরিয়ার সঙ্গে করা সামরিক চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন-সুক-ইওল। বুধবার এক বক্তৃতায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়া যদি ফের তাদের আকাশসীমা লংঘন করে তাহলে তিনি ২০১৮ সালের আন্তঃকোরিয়ান সামরিক চুক্তি বাতিল করবেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, সম্প্রতি উত্তর কোরিয়ার একটি ড্রোন দক্ষিণ কোরিয়ার সীমানায় প্রবেশ করে। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন-সুক-ইওল এই মন্তব্য করলেন। ২০১৮ সালে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুন জে-ইন এক শীর্ষ সম্মেলনে (সামিট) সকল ধরনের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের সমাপ্তি, সীমান্তে নো-ফ্লাই জোন স্থাপন এবং ল্যান্ডমাইন অপসারণ ও গার্ড পোস্ট সরানোর চুক্তি করেন। এসব চুক্তি বাতিল করা হবে এমন বক্তব্য প্রদানের আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার বিরুদ্ধে পাল্টা কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে ব্রিফ করেন। নিজ দেশের সেনাবাহিনীকে তিনি সমানুপাতিকের থেকে বেশি জবাব দেওয়ার নির্দেশ দেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ