Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইউরোপে শীতকালে এবার রেকর্ড গরম

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইউরোপের বিভিন্ন দেশে জানুয়ারি মাসের তাপমাত্রা সর্বকালের সর্বোচ্চে পর্যায়ে পৌঁছেছে। বিবিসি জানিয়েছে, জানুয়ারি মাসের তাপমাত্রায় ইউরোপের আট দেশে জাতীয় রেকর্ড হয়েছে এবং আঞ্চলিক রেকর্ড হয়েছে তিনটিতে। পোল্যান্ডের ওয়ারশতে রবিবার তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস (৬৬ ফারেনহাইট), স্পেনের বিলবাওতে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস; যা গড় তাপমাত্রার চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি। যুক্তরাষ্ট্রে ব্যাপক তুষারঝড়ে অন্তত ৬০ জনের প্রাণহানির দিন কয়েক পর ইউরোপের আবহাওয়ায় এতটা উষ্ণতা পরিলক্ষিত হচ্ছে। টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস এবং লুইসিয়ানাতে তুষারঝড় এবং ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। অথচ ইউরোপে বছরের শুরুতেই আবহাওয়া অনেকটাই উষ্ণ হয়ে উঠেছে। ইউরোপের দেশ নেদারল্যান্ডস, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লাটভিয়া, চেক রিপাবলিক, পোল্যান্ড, ডেনমার্ক এবং বেলারুশের তাপমাত্রা জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছে। এ ছাড়া জার্মানি, ফ্রান্স এবং ইউক্রেনেও অন্য বছরের তুলনায় এবারের জানুয়ারিতে তাপমাত্রা বেশি। পোল্যান্ডের রাজধানীতে আগের তুলনায় এবারের জানুয়ারির ১ তারিখ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বেলারুশে গত ১ জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আগের তুলনায় যা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। স্পেনের বিলবাওতে গত ১ জানুয়ারি দিনের তাপমাত্রা ছিল জুলাই মাসের গড় তাপমাত্রার সমান। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ