Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাড়িতেই ছিলেন বিজেপি নেতা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

অঞ্জলি সিংহের মৃত্যু ঘিরে দিল্লিতে তোলপাড় শুরু হয়েছে। শনিবার রাতে কাজ থেকে বাড়ি ফেরার সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। সুলতানপুরীর কাছে একটি গাড়ি ধাক্কা মেরে তাকে ১৩ কিলোমিটার হিঁচড়ে নিয়ে যায়। এ ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন বিজেপি নেতা রয়েছেন। তারা হলেন, দীপক খন্না, অমিত খন্না, মনোজ মিত্তল, কৃষ্ণ এবং মিঠুন। তাদের তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে ঘটনার রাতে দীপকই গাড়ি চালাচ্ছিলেন। দীপক গ্রামীণ সেবার গাড়িচালক। অমিত খন্না উত্তম নগরে স্টেট ব্যাঙ্কের কর্মী। মনোজ মিত্তল বিজেপি নেতা। সুলতানপুরী এলাকায় দলের যাবতীয় কাজকর্ম দেখাশোনা করতেন। এছাড়া সুলতানপুরী এলাকায় মিত্তলের একটি রেশনের দোকান রয়েছে। অভিযুক্ত কৃষ্ণ দিল্লির কনট প্লেসে স্প্যানিশ কালচার সেন্টারে কাজ করেন। আর মিঠুন একজন হেয়ার ড্রেসার। এদিকে অঞ্জলির পরিবার অভিযোগ করেছে, তাকে ধর্ষণ করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তাকে যৌন হেনস্থা হয়নি। মিত্তলের দোকানের ওপরে ভাড়া থাকেন বাবলু কুমার। তিনি দাবি করেন, দিন দুয়েক আগে মিত্তলকে বিজেপিতে একটি পদ দেওয়া হয়। সেই খুশিতে মুরথলে পার্টিও দিয়েছিলেন তিনি। বাবলুর দাবি, মুরথল থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটেছে। আম আদমি পার্টির (আপ) বিধায়ক সৌরভ ভরদ্বাজের দাবি, বিজেপির সঙ্গে মনোজ মিত্তলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দীপক পুলিশের কাছে দাবি করেছেন, তিনি যখন গাড়ি চালাচ্ছিলেন, মনে হচ্ছিল গাড়ির নিচে কিছু একটা আটকে রয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ