Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

উদ্বেগ যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

জেরুজালেমের আল আকসা মসজিদ কম্পাউন্ডে ইসরাইলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরের প্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, মঙ্গলবার মসজিদ প্রাঙ্গণে তার প্রবেশের ঘটনায় ওয়াশিংটন ‘গভীরভাবে উদ্বিগ্ন’। সংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস। তিনি বলেন, ‘উত্তেজনার পারদ বাড়াতে পারে এমন যেকোনো একতরফা পদক্ষেপের ব্যাপারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ তিনি বলেন, আমরা উত্তেজনার প্রশমন দেখতে চাই। নেড প্রাইস বলেন, জেরুজালেমের পবিত্র স্থাপনাগুলোর ঐতিহাসিক স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে যুক্তরাষ্ট্রের জোরালো অবস্থান অব্যাহত রয়েছে। তিনি বলেন, ঐতিহাসিক স্থিতাবস্থাকে বিনষ্ট করে এমন যেকোনও ‘একতরফা পদক্ষেপ অগ্রহণযোগ্য’। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ