Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লিতে ৪.৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ভারতের রাজধানী দিল্লিতে বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এবারের শীতকালে এখন পর্যন্ত দিল্লিতে এটি সর্বনিম্ন তাপমাত্রা। এনডিটিভি জানিয়েছে, ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা, উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চল নৈনিতাল এবং দেরাদুনের চেয়ে দিল্লির এই তাপমাত্রা অনেক কম। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে এসেছে মাত্র ২০০ মিটারে। ফলে রাস্তাঘাটে চলাচল বিঘ্নিত হচ্ছে। ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দিল্লিগামী অন্তত ১৯টি ট্রেন ছাড়তে বিলম্ব হয়েছে। সেসব ট্রেন দেড় থেকে সাড়ে চার ঘণ্টা পর্যন্ত বিলম্বের শিকার হয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ