Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএল শুরুর এক দিন আগে বোমা ফাটালেন সাকিব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ৪:০১ পিএম

বিপিএল শুরুর একদিন আগে বোমা ফাটালেন সাকিব আল হাসান। নানা বিতর্কের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেই আগের জৌলশ নেই। অথচ একটা সময় দাবি করা হতো, ভারতের আইপিএলের পরই স্থানে আছে বিপিএল। কিন্তু বিপিএলে এখন ভালোমানের বিদেশি ক্রিকেটার আসতে চান না, সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার ব্যাপার। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও বেশ বিরক্ত বিপিএলের এমন অধঃপতনে।

বিপিএলের জমজমাট আয়োজন নিয়ে সাকিব জানিয়েছেন, ‘পারিনি নাকি চাইনি, জানি না, বলাটা কষ্টকর। চাইলে না পারার কোনো কারণ আমি দেখি না। আমার মনে হয় আমরা সৎ মনে কখনও চাইনি কিছু করতে এখন পর্যন্ত। বাজেট নেই কারণ আমরা বাজেট তৈরি করতে পারিনি। যদি তৈরি করতে পারতাম। মান অর্জন করতে পারতাম, অবশ্যই এই বাজেটটা অনেক বড় হওয়ার কথা ছিল।’

এছাড়া সাকিব যোগ করেন, ‘গ্রামের এমন কোনো প্রত্যন্ত অঞ্চল দেখবেন না, যেখানে ক্রিকেট খেলা হচ্ছে না। এমন তো না যে এটার জনপ্রিয়তা নেই। ১৬-২০ কোটি মানুষের একটা দেশে এতো পছন্দের একটা খেলা, এটার বাজারটা থাকবে না এটা খুবই দুঃখজনক। মানে আমি অন্তত বিশ্বাস করি না।’

বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন,‘আমাকে যদি প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয় বিপিএলের, আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা এক থেকে দুই মাস লাগবে সর্বোচ্চ সবকিছু ঠিক করতে, খুব বেশি হলে। দুই মাসও লাগার কথা না, দুই মাস অনেক দূরের কথা বলছি। 'নায়ক' সিনেমা দেখেছেন না? একদিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে, সে সব করতে পারে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ