Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বিজ্ঞাপন নির্মাণ করলেন রাজীব সালেহীন

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি নির্মাণেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজীব সালেহীন। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি। তার নির্মিত ‘ওয়াসআউট হোম ডেলিভারী সার্ভিস’র বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে। রাজীব সালেহীন বলেন, ‘অনেক যতœ করে বিজ্ঞাপনটি নির্মাণ করেছি। প্রচারের শুরু থেকেই বেশ ভালো রেসপন্স পাচ্ছি। ভাল কাজ হলে যে সাড়া পাওয়া যায়, তা বিজ্ঞাপনটির মাধ্যমে বুঝতে পারছি। বিজ্ঞাপনটি নিয়ে আমি তৃপ্ত, দর্শকেরও ভালোলাগছে এটাই আমার ভালোলাগা।’ এর আগে রাজীব সালেহীন আরো দুটি বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন। নতুনটি তার তৃতীয় বিজ্ঞাপন। এদিকে রাজীব অম্লান বিশ্বাসের নির্দেশনায় নতুন ধারাবাহিক নাটক ‘শূন্যতা’য় অভিনয় শুরু করেছেন। এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার অভিনীত অরণ্য আনোয়ার পরিচালিত ধারাবাহিক ‘দহন’। পাশাপাশি নাজনীন হাসান চুমকীর নির্দেশনায় নতুন ধারাবাহিক ‘নাগরদোলা’ ও সৈম নজরুলের নির্দেশনায় ‘মহল্লা বিডি ডটকম’ এ অভিনয় করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন বিজ্ঞাপন নির্মাণ করলেন রাজীব সালেহীন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ