Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে গাড়ি উৎপাদন ১৮ শতাংশ বেড়েছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ১০:৫৬ পিএম

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম নয় মাসে (২১ মার্চ থেকে ২১ ডিসেম্বর) ইরানে গাড়ি উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে। দেশটির শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য থেকে এটা জানা গেছে।

মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে, এই বছরের নয় মাসে ৮ লাখ ৭৬ হাজার যানবাহন তৈরি করা হয়েছিল। যেখানে আগের বছরের একই সময়ের মধ্যে এই সংখ্যাটি ছিল ৭ লাখ ৪৩ হাজার।

গত বছরের প্রথম নয় মাসে উৎপাদনের তুলনায় এই পরিমাণ উৎপাদন বেড়েছে ১৩ শতাংশ।

এছাড়াও, গাড়ি উৎপাদনের সর্বোচ্চ উৎপাদন প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে ভ্যান সেক্টরে, ৩৬০ শতাংশ।

রিপোর্ট অনুযায়ী, এই বছরের নয় মাসে আড়াই হাজারটি ভ্যান তৈরি করা হয়েছে। যেখানে আগের বছরের একই সময়ের মধ্যে এই সংখ্যাটি ছিল মাত্র ৫৫০টি গাড়ি।

বাস এবং মিনিবাসের উৎপাদনও ৪৯ শতাংশ বেড়ে ১ হাজার ৭৬০টি গাড়িতে দাঁড়িয়েছে।

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ