Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

টিটিতে নতুন সভাপতি

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

প্রায় তিন বছর পর নতুন সভাপতি পেল বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) ফেডারেশন। এই পদে মনোনীত হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সদ্য সাবেক সচিব মেজবাহ উদ্দিন। গতকাল থেকেই টিটি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করছেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পদে গত ৩১ ডিসেম্বর নিজের শেষ কর্ম দিবস অতিবাহিত করেন মেজবাহ উদ্দিন। ১ জানুয়ারি থেকে তিনি অবসরকালীন ছুটিতে আছেন। অবসরকালীন ছুটির দুই দিনের মধ্যেই ফের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত হলেন সাবেক এই সচিব। টিটি ফেডারেশনের সাবেক সভাপতি ছিলেন আরেক সচিব হেদায়েতুল্লাহ মামুন। জানা গেছে, নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানাতে অফিসার্স ক্লাবে ছুটে গেছেন টিটির কর্মকর্তারা। কারণ সচিব পদে চাকরি থেকে অবসর পেলেও অফিসার্স ক্লাবেরও সভাপতি পদে ঠিকই বহাল রয়েছেন মেজবাহ উদ্দিন। নতুন সভাপতির প্রধান লক্ষ্য টিটি ফেডারেশনে কঠোর শৃংখলা বজায় রাখা এবং নিবিড় অনুশীলনের মাধ্যমে বাংলাদেশে খেলাটির প্রসার ঘটানো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ