Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে নববর্ষের ছুটিতে সোয়া ৫ কোটি পর্যটক; আয় বেড়েছে ৪ শতাংশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ৮:৪৫ পিএম

এবার খ্রিস্টীয় নববর্ষের তিন দিনের ছুটিতে চীনে ৫ কোটি ২৭ লাখ ১৩ হাজার ৪০০ জন পর্যটক দেশের বিভিন্ন আকর্ষণীয় স্থান ভ্রমণ করেছেন।

গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ০ দশমিক ৪৪ শতাংশ বেশি। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, ছুটির সময় সারা দেশে পর্যটন খাতে আয় হয়েছে ২৬৫১ কোটি ৭০ লাখ ইউয়ান।

গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৪ শতাংশ বেশি বলে মন্ত্রণালয় জানিয়েছে। সূত্র: সিনহুয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ