মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রতিরক্ষা ব্যয় নিয়ে আলোচনায় বসবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলো। জার্মান বার্তা সংস্থা ডিপিএ-র সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। তিনি জানিয়েছেন, আগামী মাসেই মন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করবে ন্যাটোর সদস্য দেশগুলো। ইতোমধ্যেই কোনও কোনও দেশের তরফে এই খাতে দুই শতাংশ লক্ষ্যমাত্রাকে ন্যূনতম হিসেবে ধরার আহ্বান জানানো হয়েছে। জেন্স স্টোলটেনবার্গ বলেন, কিছু মিত্র বর্তমান দুই শতাংশ লক্ষ্যমাত্রাকে ন্যূনতম হিসেবে বিবেচনার পক্ষে। সুনির্দিষ্টভাবে কোন কোন দেশের তরফে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর দাবি উঠেছে সেটি অবশ্য জানাননি তিনি। এর আগে সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সহযোগিতার জন্য পশ্চিমা দেশগুলোকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ন্যাটো মহাসচিব। তিনি বলেন, একটি সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেনের টিকে থাকার জন্য সামরিক সহযোগিতা প্রয়োজন এবং যুদ্ধ অবসানে রাশিয়াকে আলোচনায় বসতে এবং সমঝোতায় বাধ্য করতে হবে। ডিপিএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।