মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গাড়িতে নারীদের হেডস্কার্ফ পরা বাধ্যতামূলক বলে সতর্কতা জারি করা হয়েছে ইরানে। হেডস্কার্ফ ইস্যুতে কয়েক মাস আগে পুলিশ আটক করে কুর্দি বংশোদ্ভূত ইরানি যুবতী মাহশা আমিনিকে (২২)। তাদের হেফাজতে তিনি মারা যান। অভিযোগ উঠেছে, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ কারণে প্রায় তিন মাস ধরে ইরানজুড়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে। প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটি। এরই মধ্যে পুলিশের নতুন এই ফরমান সামনে এলো। এতে ইরানের বার্তা সংস্থা ফার্স-এর রিপোর্ট উদ্ধৃত করা হয়েছে। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, নজর-১ কর্মসূচির অধীনে নতুন দশা অবলম্বন করা হচ্ছে। সারাদেশের পুলিশ এই নির্দেশনা অনুসরণ করছে। ফার্স নিউজ বলেছে, গাড়িতে নারীদের হিজাব খুলে ফেলা নিয়ে উদ্বেগের কারণে ২০২০ সালে চালু হয় নজর কর্মসূচি। চালুর সময় যেসব গাড়িতে ড্রেস কোড লঙ্ঘন করা হতো তাতে সতর্ক সংকেত দিয়ে এবং যদি তা আবার ঘটে তাহলে আইনগত ব্যবস্থা নেয়ার সতর্কতা জানিয়ে গাড়ির মালিককে এসএমএস বার্তা পাঠানো হতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বার্তা অনুযায়ী পুলিশ দৃশ্যত আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি বাদ দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের পোস্ট করা একটি বার্তায় বলা হয়, আপনার গাড়িতে হিজাব খুলে ফেলা হয়েছে। এটা পর্যবেক্ষণে ধরা পড়েছে। ফার্স নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।