Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ায় ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৫.৫১%

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইন্দোনেশিয়ায় গত ডিসেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫১ শতাংশ। এর আগের মাসে অর্থাৎ নভেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৪২ শতাংশ। সে সময় অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছিলেন যে ডিসেম্বরে মূল্যস্ফীতি কমে ৫ দশমিক ৩৯ শতাংশে নামতে পারে। কেন্দ্রীয় ব্যাংকেরও ধারণা ছিল যে মূল্যস্ফীতি ৫ দশমিক ৪ শতাংশের বেশি হবে না। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণ হিসেবে ছুটির মৌসুম কেন্দ্র করে পরিবারগুলোর ব্যয় বৃদ্ধির কথা বলা হচ্ছে। বাড়ি ভাড়া ও শিক্ষা এ দুই খাতেই দ্রুত মূল্যবৃদ্ধি হয়েছে। খাদ্য, পানীয় ও তামাকজাত খাত এবং পরিবহন ও আসবাবপত্র খাতেও মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। আগস্ট থেকে ডিসেম্বরে মূল্যস্ফীতিকে সীমার মধ্যে বাঁধতে ব্যাংক অব ইন্দোনেশিয়া সুদহার ২০০ বেসিস পয়েন্ট বাড়ায়। ডিসেম্বরে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হলো জ্বালানি তেলের উচ্চমূল্য, আকাশপথে পরিবহন খরচ ও ভাড়া বেড়ে যাওয়া, বাড়িভাড়া, নিত্যপ্রয়োজনীয় খাবার যেমন চাল-ডিম ইত্যাদির দাম বেড়ে যাওয়া। বার্ষিক মূল্যস্ফীতির হার এক মাস আগেও ৩ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৩৬ শতাংশে পৌঁছে। যার মধ্যে সরকার নিয়ন্ত্রিত দ্রব্যমূল্য বা পরিবর্তনশীল খাদ্যপণ্যের দাম ধরা হয়নি। এর আগে রয়টার্সের অর্থনীতিবিদদের প্যানেল পূর্বাভাস দিয়েছিল যে এ হার ৩ দশমিক ৩৯ হতে পারে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ