Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজিল্যান্ডের বিপক্ষে শক্ত জবাব দিচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ৬:২২ পিএম

করাচি টেস্টে নিউজিল্যান্ডকে ৪৪৯ রানে থামিয়ে শক্ত জবাব দিচ্ছে পাকিস্তানের ব্যাটাররা। মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৪৭ ওভারে ৩ উইকেটে ১৫৪ রান। ফলে এখনও নিউজিল্যান্ডের চেয়ে ২৯৫ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

এর আগে ডেভন কনওয়ে সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা শেষে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৩০৯ রান নিয়ে আজ সকালে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে সফরকারীরা। টম ব্লান্ডেলইশ ৩০ ও ইস সোধি ১১ রান নিয়ে সকালে ব্যাটিং শুরু করে। টম ব্লাটার হাফসেঞ্চু পূর্ণ করে আবরারের বলে বোল্ড হয়ে ফেরেন। তবে সোধি রানের খাতা খোলার আগেই বিদায় নেন ১১ রানে।

শেষ পর্যন্ত নিউজিল্যান্ড থেকে যায় ৪৪৯ রানে। প্রথম দিন কনওয়ে সেঞ্চুরি করে ফেরেন। টেস্ট ক্যারিয়ারের চতুর্থতম সেঞ্চুরি করে বিদায় নেন তিনি।। বল হাতে পাকিস্তানের পক্ষে আঃ সালমান তিনটি ও নাসিম শাহ ৩ টি উইকেট নেন। তবে আজ একাই চারটি উইকেট নেন আবির আহমেদ।

এরপর পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে ইসিংরে ২৭ রানে ওপেনার আব্দুল্লাহ শফিক ১৯ রান করে বিদায় নেন। এরপর শাহ মাসুদ ২০ ও ক্যাপ্টেন বাবর আজম ২৪ রান করে বিদায় নেন। দিনের খেলা শেষে ইমাম উল হক ৭৪ ও সাদ শাকিল ১৩ রান করে অপরাজিত থাকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ