Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএল টি-টোয়েন্টির টিকিট সর্বনিম্ন ২০০, সর্বোচ্চ ১৫০০ টাকা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ৩:২৫ পিএম

 দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি-টোয়েন্টির জমজমাট লড়াই। আগামী ৬ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের নবম আসরের লড়াই। এই টুর্নামেন্টের খেলা দেখতে সর্বনিম্ন খরচ হবে ২০০ টাকা, সর্বোচ্চ লাগবে ১৫০০ টাকা।


ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডে দর্শকরা খেলা দেখতে পারবেন ৩০০ টাকা খরচ করে। ক্লাব হাউজে খেলা দেখা যাবে ৫০০ টাকায়। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ডের মূল্য এক হাজার ও গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে এক নম্বর গেটের পাশে থাকা টিকিট কাউন্টারে। এছাড়াও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামেও মিলবে টিকিট।

৪ জানুয়ারি থেকে শুরু হবে বিক্রি। কোনো নির্দিষ্ট ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিনই কেবল সেই ম্যাচের টিকিট সংগ্রহ করা যাবে। সকাল ৯.৩০ টা থেকে রাত ৭.৩০ টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ