পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
এসিআই মটরস লিমিটেড সম্প্রতি এসিআই সেন্টারে ইন্সিটটিউশনাল ফ্যামিলি নাইট আয়োজন করে। এসিআই মটরস লিমিটেড যাত্রার শুরু থেকেই বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করার সুযোগ পেয়েছে যার মাধ্যমে তাদের প্রচলিত ও নতুন নতুন কৃষি যন্ত্রপাতি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। দেশব্যাপী কৃষি যান্ত্রিকীকরণ প্রসারে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতার কৃতজ্ঞ সূচক এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য রেখে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন এসিআই ফরমুলেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস। ডিএই, বিএডিসি, বারি, বিরি, টিএমএসএস, কৃষি মন্ত্রণালয়, এলজিইডি, এফএও, ইকিউএসএসপি, আইএপিপি, বাংলাদেশন সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও নির্মাণ সেক্টরের কর্মকর্তারা ও তাদের পরিবারবৃন্দ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন। এসিআই লিমিটেডের ফাইন্যান্স ও প্লানিংয়ের নির্বাহী পরিচালক প্রদীপ কর চৌধুরী এবং অন্যান্য বিভিন্ন বিভাগের প্রতিনিধি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসিআই মটরসের চিফ বিজনেস অফিসার সুব্রত রঞ্জন দাস, জেনারেল ম্যানেজার (আইডিএস), তুষার কান্তিসাহা, জেনারেল ম্যানেজার (সেলস) মো. আজম আলী উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।