পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজধানীতে শুরু হওয়া বাংলাদেশ বিল্ডকন ইন্টারন্যাশনাল এক্সপোতে কবেলকো এবং কেইস ব্রান্ডের ভবন নির্মান সামগ্রী নিয়ে অংশগ্রহন করছে এসিআই মটরস। গতকাল ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে নির্মান খাতের দেশের সবচে বড় প্রদর্শনী বিল্ডকন। চলবে শনিবার পর্যন্ত।
প্রদর্শনীতে কোবেলকো ব্রান্ডের এক্সাভেটর এবং কেইস ব্রান্ডের সয়েল কম্প্যাক্টর প্রদর্শন করা হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসিআই মটরস।
এসিআই মটসের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং পন্য উন্নয়ন বিভাগের পরিচালক আসিফ উদ্দিন। কর্মকর্তারা জানান, দেশজুড়ে উন্নত সেবার মাধ্যমে কবেলকো এবং কেইস ব্রান্ডের যন্ত্রাংশ পৌছে দিচ্ছে এসিআই মটরস।
উল্লেখ্য, ইয়ামাহা, ফোটন ব্রান্ডের গাড়ির পরিবেশনার পাশাপাশি বিভিন্ন ধরনের নির্মান কাজের যন্ত্রাংশ দেশে বাজারজাত করছে এসিআই মটরস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।