Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষবারের মতো প্রিয় বেলমিরোতে পেলে

শ্রদ্ধা জানাতে সান্তোসে নেইমার

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ভিলা বেলমিরো স্টেডিয়াম। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের এই মাঠ যেন ফুটবলের রাজা পেলের বাড়ির পাশের উঠান। এখানেই খেলতে খেলতেই তার কিংবদন্তি হয়ে ওঠা। এই মাঠেই চিহ্ন এঁকেছেন অজস্র ফুটবলীয় রূপকথার। অসংখ্য গোল করে সান্তোসকে নিয়ে গেছেন সাফল্যের শিখরে। কত স্মৃতির আল্পনা এই ভিলা বেলমিরোয়। শেষযাত্রার সময় তিনি এখানে আসবেন না, সেটি কীভাবে হয়! পেলেকে গতকাল সকালেই আনা হয়েছে সান্তোসের এই মাঠে। এখানেই রাখা হবে তার কফিনবন্দী নিথর শরীর। সেই সকাল থেকেই সাও পাওলোর সাধারণ মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন পেলেকে। আজ সকাল ১০টা পর্যন্ত এখানেই রাখা হবে তার কফিন। এরপর শুরু হবে শেষযাত্রা। সাও পাওলোর বিভিন্ন রাস্তায় ঘোরানো হবে তার কফিন। পেলেকে নিয়ে যাওয়া হতে পারে তার পৈতৃক ভিটাতেও। সেখানে থাকেন তার শতবর্ষী মা ডোনা সেলেস্তে আরান্তেস। তিনি খুব অসুস্থ। স্মৃতিভ্রষ্ট হয়েছেন আরও আগেই।
পেলেকে সমাহিত করা হবে নেকরোপল একুমেনিকাতে। এখানেই সমাহিত হতে চেয়েছিলেন কিংবদন্তি। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, পেলের শেষ ইচ্ছা ছিল নেকরোপল একুমেনিকার নবম তলায় তিনি শায়িত হবেন। যেখান থেকে ভিলা বেলমিরোর মাঠটা পরিষ্কার দেখা যায়। তবে তার শেষকৃত্যে থাকবেন শুধুই পরিবারের সদস্যরা। তবে পেলের সঙ্গে বরাবরই অন্তরঙ্গ সম্পর্ক ছিল নেইমারের। পেলের মতো নেইমারেরও তারকা হয়ে ওঠা সান্তোসের আঙিনায়। সান্তোস থেকেই নেইমার নাম লেখান বার্সেলোনায়, সেখান থেকে পিএসজিতে। দুজনই সান্তোসের হয়ে জিতেছেন লাতিন ক্লাব শ্রেষ্ঠত্বের শিরোপা কোপা লিবার্তোদোরেস। ফ্রান্সের পত্রিকা লেকিপ জানিয়েছে, নেইমার পিএসজি থেকে ছুটি নিয়ে সাও পাওলো পৌঁছেছেন পেলের শেষকৃত্যে যোগ দিতে।



 

Show all comments
  • Zillur Rahaman ৩ জানুয়ারি, ২০২৩, ৯:০৮ এএম says : 0
    ছোট বেলায় পঞ্চম শ্রেণিতে তার ফুটবলের ভালবাসা নিয়ে পড়েছিলাম "কালো মানিক পেলে"। ছিলেন ফুটবলের কিংবদন্তি ও রাজা। আজ সেই একটি ইতিহাসের পরিসমাপ্তি, একজন কিংবদন্তির চিরপ্রস্থান। একজন কিংবদন্তির চিরবিদায়ে তার প্রতি বিনম্র শ্রদ্ধা।
    Total Reply(0) Reply
  • Md Ibrahim Md Ibrahim ৩ জানুয়ারি, ২০২৩, ৯:০৬ এএম says : 0
    বিদায় পেলে তুমি থাকবে সবাই হৃদয়ের মাঝে
    Total Reply(0) Reply
  • MD Biplob Uddin ৩ জানুয়ারি, ২০২৩, ৯:০৭ এএম says : 0
    পেলে ম্যারাডোনা মেসি যুগে যুগে একবারে আসে
    Total Reply(0) Reply
  • Azim Hossain Sakib ৩ জানুয়ারি, ২০২৩, ৯:০৮ এএম says : 0
    Your legacy is eternal. Thank you for everything. Long live the king
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ