মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে সিরিয়ার ২ সেনা নিহত হয়েছেন এবং হামলার জেরে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। সিরিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে দুই সিরিয়ান সেনা নিহত হয়েছেন এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটির পরিষেবা বন্ধ হয়ে গেছে বলে সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। সিরিয়ার সরকারি বার্তাসংস্থা সানার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় মধ্যরাত ২ টায় দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় বলে সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের ওই হামলার ফলে ‘দুই সৈন্যের মৃত্যু, অন্য দু’জন আহত, কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি’ হয়েছে এবং বিমানবন্দরটির পরিষেবা বন্ধ হয়ে গেছে। অবশ্য দামেস্কে হামলার বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে সর্বশেষ এই ঘটনাটিসহ গত এক বছরেরও কম সময়ের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা বন্ধ করে দেওয়া হলো। এর আগে গত বছরের ১০ জুন ইসরাইলি বিমান হামলার ঘটনা ঘটে দামেস্ক বিমানবন্দরে। ওই হামলায় বিমানবন্দরের অবকাঠামো এবং রানওয়েগুলোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল। অবশ্য মেরামত শেষে দুই সপ্তাহ পরে বিমানবন্দরটি আবারও চালু হয়। মূলত ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল এই দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে। সরকারি অবস্থানের পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। ইসরাইল অবশ্য খুব কমই সিরিয়ায় এই ধরনের অভিযানের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করে থাকে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।