মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নতুন বছরের সকাল হয়নি তখনও। শনিবার মধ্যরাতের পরে নিজের স্কুটারে যাচ্ছিলেন তরুণী। পিছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি। গাড়ির নিচে পড়ে যান তরুণী। ওই অবস্থাতেই গাড়ি পাড়ি দেয় ১২ কিলোমিটার। ভারতের রাজধানী দিল্লির সুলতান পুরি থেকে কাঞ্ঝাওয়ালা পর্যন্ত গাড়ি টানতে টনাতে নিয়ে গিয়েছে ওই তরুণীকে। নগ্ন অবস্থায় উদ্ধার হয়েছে ওই তরুণীর দেহ। পুলিশ জানিয়েছে, ওই গাড়িটি শনাক্ত করে আটক করা হয়েছে। গাড়িতে পাঁচ জন ছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে। রাত ৩টা ২৪ মিনিটে পুলিশ কন্ট্রোল রুম একটি ফোনকল পায়। তাতে জানানো হয়, একটি প্রাইভেট কারকে একটি দেহ টেনে নিয়ে যেতে দেখা গেছে। ভোররাত ৪টা ১১ মিনিটের দিকে পুলিশ আরেকটি ফোনকল পায়। ওই সময় জানানো হয়, এক নারীর দেহ রাস্তায় পড়ে রয়েছে। এনডিটিভি অনলাইন জানিয়েছে, নিহত ওই নারীর নাম অঞ্জলি। তিনি আমান ভিহার এলাকার বাসিন্দা ছিলেন। অভিযুক্তরা দাবি করেছে, তারা গাড়ির নিচে তরুণীর পড়ে যাওয়া এবং টেনে নিয়ে যাওয়ার বিষয়টি বুঝতেই পারেনি। অপর এক খবরে বলা হয়, ভারতের অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর জনসভায় আবারো পদদলনের ঘটনা ঘটেছে। এবার পদদলিত হয়ে তিন জনের প্রাণহানি ঘটেছে এবং অনেকেই আহত হয়েছে। এনডিটিভি জানিয়েছে, গত বুধবার অন্ধ্রপ্রদেশের নেলোর জেলায় চন্দ্রবাবু নাইডুর আরেকটি জনসভায় পদদলিত হয়ে চার জনের মৃত্যু হয়েছিল। এর রেশ কাটতে না কাটতেই ফের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটল। রোববার প্রদেশের গুন্টুরে চন্দ্রবাবু নাইডুর একটি জনসভায় পদদলিত হয়ে মারা যাওয়া তিন জনই নারী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুন্টুর এসপি আরিফ হাফিজ এ তথ্য জানিয়েছেন। পুলিশ বলছে, চন্দ্রবাবু নাইডু আসন্ন সংক্রান্তি উৎসবের জন্য শাড়ি উপহার দেওয়ার আয়োজন করেন। সেই উপহার পেতে চার হাজার নারী ভিড় জমিয়েছিলেন। দুপুর ২টায় তার দলের নেতারা জনসভার আয়োজন করেন। নাইডু যখন সভা শেষ করে স্থান ত্যাগ করেছিলেন তখন জনসাধারণ উপহারের শাড়ি নিতে যায়। একই সময় দুপুরের খাবারও বিতরণ করা হচ্ছিল। এ সময় হুড়াহুড়িতে পদদলিতের ঘটনা ঘটে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।