Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পরমাণু তালিকা বিনিময় পাকিস্তান ও ভারতের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। একইসঙ্গে উভয় দেশের কারাগারে বন্দি পরস্পরের নাগরিকদের একটি তালিকাও বিনিময় করেছে দুই দেশ। প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় মিশনের কাছে পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলোর একটি তালিকা হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি মিশনের কাছে ভারতের পারমাণবিক স্থাপনাগুলোর একটি তালিকা হস্তান্তর করা হয়েছে। এক দশকের পুরনো একটি চুক্তির আওতায় তাদের এই তালিকা বিনিময়ের ঘটনা ঘটেছে। রবিবার পাকিস্তানের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১৯৯২ সাল থেকে প্রতি বছর জানুয়ারির প্রথম দিনটিতে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ দুটি এই তালিকা আদান-প্রদান করে থাকে। দুই প্রতিবেশী দেশের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে। বিবিসি।



 

Show all comments
  • foridullah ৩ জানুয়ারি, ২০২৩, ৩:০৩ এএম says : 0
    INDIA CAN NOT BE TRUSTED. PEOPLE CAN TRUST A SNAKE BUT NOT INDIA.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ