মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দীর্ঘ ৫৪ বছর আগে হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরে পেলেন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার এক নারী। শ্যারন ডে নামের ওই নারী স্কুলে পড়ার সময় মানিব্যাগ হারিয়ে ফেলেছিলেন। সম্প্রতি সংস্কার কাজ চলাকালীন সেটি খুঁজে পায় স্কুল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে তা শ্যারনের কাছে ফেরত পাঠান তারা। নতুন বছরে ছোট বেলায় হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরে পেয়ে রীতিমতো আপ্লুত শ্যারন। তিনি জানিয়েছেন, মানিব্যাগের সমস্ত জিনিস সংরক্ষণ করে রাখবেন। রিপোর্ট অনুযায়ী, ১৯৬৮ সালে স্কুলে পড়ার সময় ওই মানিব্যাগ হারিয়ে ফেলেছিলেন তিনি। ওই সময় আরাকানসাসের ফায়েটভিল স্কুলে পড়তেন শ্যারন। স্কুলের একটি নাচের অনুষ্ঠানে যোগ দেয়ার সময় মানিব্যাগটি হারিয়ে ফেলেন ১৬ বছরের শ্যারন। এরপর বহু খুঁজেও হদিস পাওয়া যায়নি ওই ব্যাগের। শেষ পর্যন্ত তিনি হাল ছেড়ে দেন। বর্তমানে শ্যারনের বয়স ৭০। দীর্ঘ ৫৪ বছর পর তিনি তার সেই ব্যাগ হাতে পেলেন! শ্যারন বলেন, এই ব্যাগের মধ্যে এমন সব জিনিস ছিল যা পুরোপুরি আমার। এ কারণে আমি এত আনন্দিত। আমি আমার ও আমার বন্ধুদের ছবি দেখতে অত্যন্ত পছন্দ করি। আমি কখনো ভাবিনি এগুলো আবার দেখতে পাবো। নিউ ইয়র্ক পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।