মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ-মহাপরিচালক চাও ছেনসি সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, ২০২২ সালে নানান সমস্যার মধ্যেও, চীনা অর্থনীতি স্থিতিশীলভাবে উন্নত হয়েছে। এ সাফল্য উল্লেখযোগ্য ও সুস্পষ্ট।
তিনি বলেন, ২০২২ সালে চীনের জিডিপি ১২০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে বলে আশা করা হচ্ছে। অন্যভাবে বললে, গেল বছর দেশের জিডিপি বেড়েছে ১০০ বিলিয়ন ইউয়ানের বেশি। এটি অর্জিত হয়েছে কঠিন দেশি-বিদেশি পরিবেশের মধ্যে এবং মহামারীসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে।
তিনি আরও বলেন, বিগত পাঁচ বছরে চীনা অর্থনীতি বৈশ্বিক পরিবর্তন ও মহামারীর চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনের দিকে এগিয়েছে।
এই প্রক্রিয়ায় চীনা অর্থনীতি গড়ে ৫ শতাংশেরও বেশি বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করেছে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।