বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় তেলবাহী ট্রেনের গার্ড বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। খুলনা রেলষ্টেশন থেকে ৪ কিলোমিটার উত্তরে দৌলতপুর ষ্টেশনের কাছে নয়াবাটি এলাকায় আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
খুলনা রেল ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোঃ খবির আহমেদ জানান, তেলবাহী গাড়ীটি খালি অবস্থায় সান্তাহার থেকে খুলনায় ফিরছিল। ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তেলের রেল গাড়ীর পিছনের গার্ড বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। ঘটনাস্থলে থাকা দৌলতপুর রেল পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, দৌলতপুরে বিজিবি সদর দপ্তরের সামনে নয়াবাটি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। উদ্ধারকারী গাড়ী ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। দূর্ঘটনাকবলিত গার্ডবগিটি রেল লাইন থেকে অপসারণ করে রেল যোগাযোগ সচল করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।