Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধাদের দেহাবশেষের সন্ধান লাভ

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের আরুণাচল প্রদেশে পাওয়া কিছু দেহাবশেষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কিন সেনাদের বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের একদল পরিদর্শক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান বিধ্বস্ত হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। লোয়ার ডিবাং ভ্যালির স্থানীয় বাসিন্দারা সম্প্রতি প্রাপ্ত দেহাবশেষ যুক্তরাষ্ট্রের পরির্দশকদের কাছে হস্তান্তর করেছেন। গত বছর একই এলাকায় কিছু দেহাবশেষ পেয়েছিলেন এই মার্কিন পরিদর্শকদল। দেহগুলোর পরিচয় শনাক্তের কাজ চলছে এখনো। ধারণা করা হয়, অরুণাচল প্রদেশে এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০ মার্কিন সেনার দেহাবশেষ আছে। মিয়ানমার ও চীনের সীমান্তবর্তী অরুণাচল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল।চীনের কুয়োমিতাংয়ে জাপানের বিরুদ্ধে লড়াইয়ে রসদ সরবরাহের সময় অনেক কর্মকর্তা-কর্মচারী নিখোঁজ হন। আজো তাদের কোনো হদিস পাওয়া যায়নি। ফলে, এ অঞ্চলে ওইসব মানুষের সন্ধান করা হয়।অরুণাচলে পরিদর্শনকারী মার্কিন দলটি যুক্তরাষ্ট্র সরকারের ডিফেন্স প্রিজনারস অব ওয়ার, মিসিং ইন অ্যাকশন অ্যাকাউন্ট এজেন্সির অধীনস্ত। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ