Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লসের বিপক্ষে পাত্তাই পেলনা মেসি-নেইমারহীন পিএসজি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ৫:১৪ এএম
বিশ্বকাপ জয় নিজের মত করে উদযাপন করতে পিএসজির কাছ থেকে বাড়তি ছুটি নিয়েছিলেন লিওনেল মেসি।ফলে স্ত্রাসবুর্গের পর গতকাল লসের বিপক্ষেও তাকে পায়নি পিএসজি। অন্যদিকে গত ম্যাচে ডাইভ কান্ডে লাল কার্ড দেখা নেইমারও ছিলেন একাদশের বাইরে।
 
দলের বড় এই তারকাকে ছাড়া খেলতে নামা পিএসজি একরকম অসহায় আত্মসমর্পণ করেছে লসের বিপক্ষে। লীগ টেবিলে  দুই নম্বরে থাকা দলটির কাছে ৩-১ এর ব্যবধানে হারে ক্রিস্তেফ গলতিয়ের দল।লসের এই জয়ের জমে উঠেছে ফরাসি লিগ।শীর্ষ এই দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান এখন মাত্র ৪।
 
এদিন ম্যাচ শুরুর আগে অভিনব উপায়ে পেলের প্রতি শ্রদ্ধা জানায় দুই দল।ফুটবল গ্রেটের স্মরণে এক মিনিট ধরে হাততালি দিয়ে শুরু হয় মাঠের লড়াই। শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচ।
 
খেলার প্রথম ১০ মিনিটেই জালের দেখা পেয়ে যায় দুই দলই।খেলার ৫ম মিনিটে পোলিশ মিডফিল্ডার ফ্রাঙ্কোভস্কির গোলে লিড নেয় লস।তবে ম্যচে ফিরতে 'লে পারিজিয়াঁরা সময় নেয় মাত্র দুই মিনিট। নর্দি মুকিয়েলের ডি বক্সে বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন একিতি।তবে গোলরক্ষক ব্রাইস সাম্বার বল নিয়ন্ত্রণ নেওয়ার পর একিতি শট নেন দাবি করে প্রতিবাদ জানায় লস। তবে ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাঁশিই বাজান রেফারি।
 
১৬ তম মিনিটে এমাবাপের জোরালো শট ঝাপিয়ে পড়ে ঠেকান লস গোলরক্ষক।২৮ তম মিনিটে দারুণ এক গোলে লসকে ফের এগিয়ে দলের বেলজিয়ান ফরোয়ার্ড ওপেন্দা।
 
২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে গলতিয়ের দল বিরতির আগে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। তবে সেটি হয়নি।উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতে স্কোর লাইন ৩-১ করে ফেলে লঁস পিসজিকে ম্যাচ থেকে একরকম ছিটকে দেয়। দানিলো পেরেইরার দিশাহীন পাসে ডি বক্সের সামনে বল হারান মার্কো ভেরাত্তি। দুই জনের পা ঘুরে পেয়ে যান ক্লদ-মরিস। ঝাঁপিয়ে পড়েও তার জোরাল শটের নাগাল পাননি পিএসজি গোলরক্ষক।
 
৫৪তম মিনিটে আশরাফ হাকিমির দূর পাল্লার শট ঠেকিয়ে দেন লঁস গোলরক্ষক সাম্বা। সাত মিনিট পর এমবাপের শটও সাম্বা ঠেকিয়ে দিয়ে হতাশা বাড়ান পিএসজি শিবিরে।বাকি সময়ে চাপ ধরে রাখলেও গোলের নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি পিএসজি।
 
মৌসুমে প্রথম হারের পরও শীর্ষেই পিএসজি। ‌১৭ ম্যাাচে তাদের পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে লঁসের পয়েন্ট ৪০।
 
 


 

Show all comments
  • Rasel hasan ২ জানুয়ারি, ২০২৩, ৭:৩৩ পিএম says : 0
    Very nice
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ