Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

উ. কোরিয়া-জাপান গোপন বৈঠক

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দুই দেশের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলো সমাধানে গত কয়েক মাসে জাপানি কর্মকর্তারা গোপনে অন্তত তিনবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বলে একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে স্পুটনিক নিউজ। উত্তর কোরিয়া জাপানের নাগরিকদের অপহরণ করলে এ বিষয়টিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রশাসনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি এ বিষয়টি উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র টেস্টিং-এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ জাপানের প্রধানমন্ত্রীর কাছে বলে জানিয়েছে জাপান। কোরিয়ার ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অব দি ওয়ার্কার্স (ডব্লিউপিকে) দলের সদস্যদের সঙ্গে জাপানের গোপন বৈঠকগুলো অপহরণের বিষয়টিতে একটি সঙ্গতিতে আসার লক্ষ্য হতে পারে বলে সূত্রটি জানায়। বিষয়টি নিয়ে জাপান টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনটিতে বলা হয়, গোপন বৈঠক দুটি দেশের মধ্যে ফলপ্রসূ সম্পর্ক পুনরুজ্জীবত করার সেরা সুযোগ হতে পারে। কেননা পত্রিকাটি বলে টোকিও ও পিয়ংইয়ং সরাসরি সম্পর্ক ছিন্ন করেছে অনেকবার। স্পুটনিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ