Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানের প্রতিরক্ষা বাজেট ৪৩৬০ কোটি ডলার

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : একদিকে চীন, অন্যদিকে উত্তর কোরিয়ার অব্যাহত সামরিক আস্ফালনের পরিপ্রেক্ষিতে টানা পঞ্চমবারের মতো প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে জাপান। ২০১৭ সালের জন্য প্রতিরক্ষা বাজেট ধরা হয়েছে প্রায় ৪৩ দশমিক ৬ বিলিয়ন (৪৩৬০ কোটি) ডলার। এই বাজেটের মধ্যে যুদ্ধবিমান ও পারমাণবিক ডুবোজাহাজ বাড়ানোর কথা বলা হয়েছে। বাজেটে সই করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর জন্যও বাজেটের আকার বাড়ানো হচ্ছে। পূর্ব চীনসাগরে চীনের সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ায় জাপান তার উপকূলরক্ষী বাহিনী আরো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। ১ এপ্রিল ২০১৭ সাল থেকে শুরু হচ্ছে জাপানের নতুন অর্থবছর। এ অর্থবছরে ৯৭ দশমিক ৫ ট্রিলিয়ন ইয়েন অর্থ বরাদ্দ করা হচ্ছে। সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বাড়াচ্ছে জাপান। প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় ব্যয় এরই মধ্যে বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে জাপানের অর্থনীতিতে। এর মধ্যে প্রতিরক্ষা ব্যয় বাড়তে থাকলে জাপানের ঘাড়ে ঋণের বোঝা বাড়বে। পূর্ব চীনসাগরে জাপান-নিয়ন্ত্রিত জনমানবশূন্য দ্বীপগুলো ঘিরে চীনের যুদ্ধজাহাজগুলো টহল বাড়িয়েছে। এসব দ্বীপের মালিকানা দাবি করে থাকে চীনও। এর ফলে জাপানকেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে হচ্ছে। ফলে কোস্টগার্ডের ব্যয় বাড়ছে। এনএইচকে, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ