নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নতুন ঠিকানা বেছে নিয়েছেন লুইস সুয়ারেজ। ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে উরুগুয়ের তারকা স্ট্রাইকার যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে। গতপরশু এক বিবৃতি দিয়ে ৩৫ বছর বয়সী ফুটবলারের সঙ্গে ২০২৪ সালের শেষ পর্যন্ত চুক্তির কথা জানায় ক্লাবটি।
আয়াক্স, লিভারপুল, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদে নিজের ছাপ রেখে গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে শৈশবের ক্লাব ন্যাসিওনালে ফেরেন সুয়ারেজ। এই যাত্রায় দলটির হয়ে তিন মাসের অধ্যায়ে উরুগুইয়ান চ্যাম্পিয়নশিপ জিতে গত অক্টোবরে ক্লাবকে বিদায় জানান তিনি। দলটির জার্সিতে দ্বিতীয় মেয়াদে ১৬ ম্যাচে তিনি গোল করেন ৮টি। পরে কাতার বিশ্বকাপে দেশের তিন ম্যাচেই খেলেন সুয়ারেজ। তবে কোনো গোল তিনি করতে পারেননি। উরুগুয়ে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। পোর্তো আল্লেগ্রের দল গ্রেমিও নতুন বছরে প্রথম ম্যাচ খেলবে আগামী ১৭ জানুয়ারি, রেকোপা গাউচা সুপার কাপে সাও লুইসের বিপক্ষে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।