Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৯ হাজারের বাইক এখন ২ লাখ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

৩০ বছর আগে যে বাইকের দাম ছিল মাত্র ১৮ হাজার ৭০০ রুপি, সেই বাইকের বর্তমান বাজারদর দুই লক্ষাধিক। ভারতের ঝাড়খণ্ডে ১৯৮৬ সালে সাড় তিনশ’ সিসির রয়েল এনফিল্ড বুলেট বাইকের দাম ছিল ১৮ হাজার ৭০০ রুপি। প্রদেশটির বোকারো শহরের একটি বাইকের শোরুমের একটি বিল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম- ইনস্টাগ্রামে। এটি শেয়ার করেছে বিং রয়েল। খাকি রঙের বিলটিতে দেখা যায়, ওই বছর ২৩ জানুয়ারি বাইকটি কেনা হয়েছে। নানা আপডেটের পর এখন বাজারে রয়েল এনফিল্ড বুলেটের দাম ২ লাখ ২০ হাজার প্রায়। সম্প্রতি একটি পুরনো রেস্তোরাঁর বিলের ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, মাত্র ২৬ টাকায় মানুষ পেট ভরে খেতে পারতেন। ১৯৮৫ সালের সেই বিলের ছবিতে দেখা যায় শাহি পনির পাওয়া যাচ্ছে মাত্র ৮ টাকায়। ডাল মাখনি পাওয়া যাচ্ছে মাত্র ৫ টাকায়। আজকের দিনে এসব ভাবাও যায় না! এবার তেমনই আরও একটি বিলের ছবি ভাইরাল হয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ