Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইরানের দাতব্য সংস্থায় ২ লাখ ৭৭ হাজার দরিদ্রদের কর্মসংস্থান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ৮:২৮ পিএম
ইমাম খোমেনি রিলিফ ফাউন্ডেশনের প্রধান মোর্তেজা বখতিয়ারি বলেছেন, চলতি ইরানি ক্যালেন্ডার বছরের শুরু(২১ মার্চ) থেকে এ পর্যন্ত আর্থিকভাবে সংগ্রামরত ব্যক্তিদের জন্য ২ লাখ ৭৭ টিরও বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে।

তিনি বলেন, এই বছর কর্মসংস্থান বাজেটের ৫০ শতাংশ চাকরি প্রার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে। ইরনা শনিবার এই খবর জানিয়েছে।

ফাউন্ডেশনটি অভাবী ব্যক্তিদের জন্য ২ লাখ ৭৭ হাজার কাজের সুযোগ করেছে বলে তিনি জানান।

ফাউন্ডেশনের প্রধান মোর্তেজা বখতিয়ারির মতে, ইমাম খোমেনি রিলিফ ফাউন্ডেশন ষষ্ঠ পঞ্চবার্ষিক জাতীয় উন্নয়ন পরিকল্পনা (২০১৬-২০২১) চলাকালীন ৯ লাখেরও বেশি কাজের সুযোগ তৈরি হয়েছে।

 সূত্র: তেহরান টাইমস
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ