নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর । আগামী ৬ জানুয়ারি শুরু হবে এবারের আসর। বিপিএwলকে সামনে রেখে রোববার (১ জানুয়ারী) থেকেই অনুশীলনের তোড়জোড় শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো।
আজ প্রথম দিনের অনুশীলনে নামে রংপুর রাইডার্স। অনুশীলনে নামার আগে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি। আসন্ন বিপিএলে ২০১৭ চ্যাম্পিয়নদের নেতৃত্ব দিবেন টাইগার উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে রংপুর ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ‘রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নির্বাচিত হলেন নুরুল হাসান সোহান!’
রংপুর রাইডার্সের হয়ে এবার মাঠ মাতাবেন পাকিস্তান ও শ্রীলঙ্কার বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তারা দলে টেনেছে পাকিস্তানের শোয়েব মালিক, তারকা পেসার হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজকে। এছাড়াও জিম্বাবুয়ের সিকান্দার রাজা, আফগানিস্তার আজমাতুল্লাহ ওমরজাইয়ের মতো ক্রিকেটাররাও থাকছেন।
একনজরে রংপুর রাইডার্স স্কোয়াড : সরাসরি চুক্তিতে: নুরুল হাসান সোহান, শোয়েব মালিক (পাকিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), হারিস রউফ (পাকিস্তান), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), জেফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।
ড্রাফট থেকে দেশি: শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মণ্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু।
ড্রাফট থেকে বিদেশি: আজমাতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।