Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার বাবা-মা হত্যাকারী ঐশীকে নিয়ে সিনেমা

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এবার কন্যা ঐশী কর্তৃক খুন হওয়া আলোচিত পুলিশ দম্পতি খুনের ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। ‘তোর জন্য’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন বদিউল আলম খোকন।  কমল সরকারের লেখা গল্প এবং মোহাম্মদ রফিকুজ্জামানের চিত্রনাট্যে সিনেমাটির নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে। এতে ঐশির ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা মাহী। তাকে জমজ দুই বোনের চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যে মাহিকে চুক্তিবদ্ধ করা হয়েছে। জানা যায়, বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব এবং সন্তানের প্রতি বাবা-মায়ের দায়িত্বের বিষয়টিকে প্রাধান্য দিয়ে বাণিজ্যিক ধারায় সিনেমাটি নির্মাণ করা হবে। এদিকে জানা যায়, মাহী অভিনীত আলোচিত সিনেমা ‘অগ্নি’র নতুন সিকুয়্যাল ‘অগ্নি-৩’-এ অভিনয় করবেন। এ ব্যাপারে প্রযোজনা সংস্থার সাথে তার প্রাথমিক আলাপ হয়েছে।



 

Show all comments
  • md shaidul ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১:১৯ পিএম says : 0
    So nicc
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার বাবা-মা হত্যাকারী ঐশীকে নিয়ে সিনেমা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ