Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বছরকে প্রথম স্বাগত জানালো অকল্যান্ড

স্বাগত ২০২৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ১১:৫২ পিএম

আতশবাজির রোশনাইয়ের মাধ্যমে ২০২৩ সালকে স্বাগত জানাতে শুরু করল বিশ্বের বিভিন্ন দেশ। ২০২২ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে প্রথম স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড।
ভারতে যখন ঘড়ির কাঁটা বলছে বিকেল ৫টা, তখন অকল্যান্ডে ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁয়ে ফেলে। কারণ বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের অকল্যান্ডের সময়ের পার্থক্য সাত ঘণ্টা মিনিট।

প্রতি বছরের মতো এবারও ঘড়ির কাঁটা ঠিক ১২টা ছুঁতেই স্কাই টাওয়ারে আতশবাজির রোশনাই শুরু হয়। প্রাথমিক ১০ সেকেন্ডের কাউন্টডাউন শুরু চলতে থাকে। সেই কাউন্টডাউন শেষ হতেই আতশবাজি ফাটতে থাকে অকল্যান্ডের স্কাই টাওয়ারে। অকল্যান্ডের হারবার ব্রিজকে সাক্ষী রেখে পাঁচ মিনিট ধরে চলে আতশবাজির প্রদর্শনী।

এরপর থ্রি, টু, ওয়ান - আতশবাজিতে নতুন বছরকে স্বাগত জানায় সিডনি। এতই বাজি ফাটানো হয় যে অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় সিডনি হারবার ব্রিজ পুরো রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে। সিডনির সঙ্গে ভারতের সময় পার্থক্য ৫ ঘণ্টার। সূত্র : হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ