Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতির কাছে ক্ষমা চেয়ে ফিরতে হবে শুভকে

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পুরস্কারে লাথি মেরে, প্রতিযোগিতাস্থলেই অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ অ্যামেচার বডিবিল্ডিং ফেডারেশনের (বিএবিবিএফ) কর্মকর্তাদের নামে কুৎসা রটিয়ে খেলাটিকে জাতির কাছে হেয় প্রতিপন্ন করেছেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। এমন অভিযোগ ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের। যে কারণে তাকে আজীবন বহিস্কারাদেশ দেয়া হয়েছে। এই বহিস্কারাদেশ উঠাতে হলে শুভকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন নজরুল। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যেভাবে জাতির কাছে বডিবিল্ডিংকে হেয় প্রতিপন্ন করেছে শুভ। সেভাবেই তাকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তারপর তার আজীবন বহিষ্কারাদেশ তুলে নেওয়ার বিষয়টি আমরা বিবেচনা করবো।’

সম্প্রতি বডিবিল্ডার জাহিদ হাসান শুভ ইস্যুতে বেশ সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। নজরুল ইসলাম বলেন, ‘একজন ক্রীড়াবিদ প্রথম কিংবা দ্বিতীয় হতেই পারেন। সব রকম ফলাফলের জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। কিন্তু শুভ যা করেছেন তা কোনভাবেই একজন ক্রীড়াবিদের কাছ থেকে আশা করা যায়না।’

পুরস্কার মঞ্চে তাকে ধাক্কা দেওয়ার অভিযোগ করেছিলেন জাহিদ হাসান শুভ। এ বিষয়ে নজরুল বলেন, ‘আমি তাকে ডান পাশে গিয়ে দাঁড়াতে বলেছিলাম। কখনোই ধাক্কা দেইনি। সব কিছুই ভিডিওতে স্পষ্ট।’ সাবেক জাতীয় চ্যাম্পিয়ন নারী বডিবিল্ডার অহনা রহমান বলেন, ‘জাহিদ ভাই যা করেছেন, তা খুবই অশালীন। অডিটোরিয়ামে উনার অশ্লীল ভঙ্গিতে বিব্রত ছিলাম আমরা সবাই। তাই নিজের দায়িত্ববোধ থেকেই আমি আজ এখানে এসেছি।’ সম্প্রতি আন্তর্জাতিক বডিবিল্ডিং থেকে প্রো-কার্ড পাওয়া তামির আনোয়ার বলেন, ‘আমরা জাতীয় চ্যাম্পিয়নশিপে ক্রীড়াশৈলী প্রদর্শন করতে আসি। অসভ্য আচরণ করতে নয়। তাই জাহিদের ওই আচরণে আমরাও বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। এটা কখনোই কাম্য নয়।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে বডিবিল্ডার জাহিদ হাসান শুভর আচরণ এবং পরবর্তীতে তাকে বহিষ্কারাদেশ দেয়ার ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ