Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিগত বছর ১৬৫ শিশুর মৃত্যু মিয়ানমারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মিয়ানমারে দমন পীড়নে ১৬৫ শিশু নিহত হয়েছে। দেশের জান্তা বিরোধী জাতীয় ঐক্য ফ্রন্টের সরকার এক বিবৃতিতে এ অভিযোগ করেছে। তাদের মতে, এই সংখ্যা আগের বছরের তুলনায় ৭৮ শতাংশ বেশি। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী রক্তহীন অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। এর ফলে দেশে রাজনৈতিক সংকট ও জান্তা বিরোধী বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে মিয়ানমারে বিক্ষোভ দমনের নামে জান্তার দমন পীড়ন চলছে। জাতীয় ঐক্য সরকারের অভিযোগ, জান্তার বিমান হামলা ও গোলাবর্ষণের কারণে এ বছর মিয়ানমারে সবচেয়ে বেশি শিশু মারা গেছে। এ প্রসঙ্গে বেলজিয়াম ভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) মিয়ানমারের জ্যেষ্ঠ পরামর্শক থমাস কিয়ান জানান, শিশু হত্যা নিয়ে জাতীয় ঐক্য সরকারের এ তথ্য বিশ্বাস না করার কোনো কারণ নেই। টমাস কিন জাতীয় ঐক্য সরকারের নারী, যুব ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, জান্তা বাহিনী তাদের নিজ দেশে বেসামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে। বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। তাই জান্তার গোলাবর্ষণ ও বিমান হামলায় শিশু নিহতের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ