Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলিতে ৩ পাকিস্তানী সৈন্য নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পাকিস্তান জানিয়েছে যে আফগানিস্তানের অস্থির সীমান্তের কাছে উগ্রবাদীদের সাথে সংঘর্ষে পাকিস্তানের অন্তত তিনজন সৈন্য নিহত হয়েছেন। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী কুররাম জেলার ওই ‘প্রবল’ গোলাগুলির খবর জানানো হয়। ঘটনাটিতে দুই উগ্রবাদীও নিহত হয়েছে। বিবৃতিটিতে বলা হয়, নিহত ওই ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলায় ‘সক্রিয়ভাবে জড়িত’ ছিল, কিন্তু আর বিস্তারিত কিছু জানানো হয়নি। সেখানকার বাসিন্দা ও স্থানীয় সাংবাদিকরা বলেন, উগ্রবাদীরা আফগানিস্তানের দিক থেকে সীমান্ত পেরিয়ে এসে পাকিস্তানের একটি চৌকিতে হামলা চালালে ভোরের আগে ওই গোলাগুলির ঘটনা আরম্ভ হয়। ঘটনায় প্রচুর সৈন্যের হতাহতের ঘটনা ঘটে। দাবিগুলোর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। কেউই এখন পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি। পাকিস্তানের এই সীমান্তবর্তী প্রদেশে সাম্প্রতিক মাসগুলোতে প্রায় প্রতিদিনই উগ্রবাদী হামলার ঘটনা ঘটেছে, যেগুলোর বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পরিচালিত। পাকিস্তানি তালেবান হিসেবে পরিচিত, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান (টিটিপি) সংঘটিত বেশিরভাগ সহিংসতার দায় স্বীকার করেছে। টিটিপি-কে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সংগঠনটি আফগানিস্তানের শাসক তালেবানের মিত্র ও তাদের একটি পাকিস্তানি শাখা হিসেবে খ্যাত। ইসলামাবাদ বলে আসছে, টিটিপি নেতৃত্ব অনেক দিন ধরেই সংঘাতে-জর্জরিত প্রতিবেশী দেশ আফগানিস্তানে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকেই আন্তঃসীমান্ত হামলা পরিচালনা করছে। ভয়েস অব আমেরিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ