Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

স্বামীকে খুন করিয়ে আত্মহত্যার নাটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ভাড়াটে খুনিকে দিয়ে স্বামীকে খুন করিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেও শেষরক্ষা হলো না। শেষ পর্যন্ত জেরায় ভেঙে পড়ে অপরাধ স্বীকার করে গ্রেপ্তার হলেন স্ত্রী। জানালেন, স্বামীর অত্যাচারে কাহিল হয়েই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এমনই এক নৃশংস ঘটনার সাক্ষী হলো ভারতের মহারাষ্ট্রের আকোলা জেলা। জেলার পুন্ডা গ্রামে এমন হত্যাকাণ্ডে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। জানা যায়, গত বুধবার ৩২ বছরের এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। লোহার বিমের সঙ্গে দড়িতে ফাঁস লাগানো অবস্থায় তার দেহটি ঝুলছিল। কিন্তু তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রথম থেকেই সন্দেহ তৈরি হয়। যত সময় যায় সন্দেহ আরো গাঢ় হতে থাকে। শেষ পর্যন্ত মৃত ব্যক্তির ২৮ বছরের স্ত্রী জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে অপরাধ স্বীকার করেন। তিনি জানান, আত্মহত্যা নয়, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তার স্বামীকে। আর এই অপরাধের মূল পরিকল্পনাকারী তিনিই। পুলিশকে ওই নারী জানিয়েছেন, তার স্বামী মদ্যপ ছিলেন। নিয়মিত মদ খেয়ে বাড়ি ফিরে মারধর করতেন তাকে। এই অত্যাচারে কার্যতই অতিষ্ঠ হয়ে তিনি স্বামীকে খুনের পরিকল্পনা করেন। খুনের জন্য গ্রামেরই একজনের সঙ্গে চুক্তি হয় তার। ওই ব্যক্তিকে নগদ ৩০ হাজার রুপি দিয়ে খুনের সুপারি দেন অভিযুক্ত গৃহবধূ। এরপরই দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয় ওই নারীর স্বামীকে। তারপর ঝুলিয়ে দেওয়া লোহার বিমের সঙ্গে। সংবাদ প্রতিদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ